চলতি বছরের আগস্টের মধ্যেই নাগরিকদের হাতে জাতীয় পরিচয়পত্র তথা স্মার্ট কার্ড তুলে দেওয়া প্ররিকল্পনা করছে ইসি । আর এ জন্য সব রকম প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিরাজুল ইসলাম বলেন, স্মার্ট কার্ড দেওয়ার জন্য মেশিন বাসানো না হলেও অন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেশিন ইনস্টল করার কাজও চলছে। সার্বিক প্রস্তুতি চূড়ান্ত। স্মার্ট কার্ড দ্রুতই নাগরিকদের মধ্যে সরবরাহ হবে।
সচিব বলেন, রোজার ঈদের পর থেকে নতুন ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এক্ষেত্রে ১৫ বছর বয়সীদেরও কার্যক্রমে সংযুক্তের চিন্তা করছি আমরা । আগামী বৃহস্পতিবার বা রোববার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জানিয়ে দেওয়া হবে।