Friday, July 3, 2015

কমছে মোবাইলে কথা বলার খরচ


চলতি বছরের বাজেটে মোবাইল গ্রাহকদের কথা বলার উপর ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল বাংলাদেশ সরকার। বাজেট উথাপনে এ ঘোষণার পর থেকেই গ্রাহকদের কথা বলার উপর বাড়তি কলরেট একযোগে কার্যকর করে দেশের সবকটি মোবাইল অপারেটর। বিষয়টি নিয়ে বাজেটের পর থেকেই বেশ আলোচনা – সমালোচনা হয় গ্রাহক এবং অর্থনীতিবিদদের মধ্যে থেকে। তার ভিত্তিতেই এবার প্রস্তাবিত বাজেটে নির্ধারিত শুল্কের পরিমাণ কমিয়ে ২ শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এতোদিন মোবাইলে কথা বলার উপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপিত থাকলেও চলতি বাজেটে এসে এর পরিমাণ আরো ৫ শতাংশ যোগ করা হয়। বাজেট ঘোষণার পর থেকে গ্রাহকরা বাড়তি কলরেটে কথা বলে আসলেও গত বৃহস্পতিবার থেকে মোবাইল কল, এসএমএস এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আরোপিত শুল্ক কিছুটা কমিয়ে আনা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে মোবাইল গ্রাহকদের কথা বলার উপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলেও চূড়ান্ত বাজেট এবং অর্থবিলে সেটি ৩ শতাংশ কমানো হয়েছে।’

লেসারের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেবে ফেসবুক!


      ড্রোন ও স্যাটেলাইট মারফত উচ্চগতির ইন্টারনেট দেয়ার জন্য লেসার প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা শুরু করে দিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। তাদের সোশ্যাল মিডিয়া পেজে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, 

       আকাশ থেকে সাধারণের কাছে ডেটা পাঠানোর উপযোগী লেসার যোগাযোগ ব্যবস্থার উপর আমাদের কানেকটিভিটি ল্যাব কাজ করছে৷ এই প্রক্রিয়া চালু করা গেলে দূরে ডেটা পাঠানোর গতি অনেকটাই বাড়িয়ে দেবে৷’ সাধারণ মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে ড্রোন ও স্যাটেলাইটের ব্যবহার করতে নতুন প্রযুক্তি তৈরি করছে সংস্থাটি৷ জুকেরবার্গ আরো জানিয়েছেন,

        আমাদের ইন্টারনেট ডট ওআরজি উদ্যোগের অংশ হিসাবে বর্তমান ওয়্যারলেস নেটওয়ার্কের আওতায় যে সব মানুষ নেই তাদের সাথে যোগাযোগ করতে ড্রোন ও স্যাটেলাইটের ব্যবহার করার চেষ্টা চালাচ্ছি৷’ 

মাত্র ৯৯ রানেই অলআউট বিসিবি একাদশ


সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে ১৮ ওভারে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের পেসারদের দ্রুতগতি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। বিশেষ করে তরুণ পেসার ক্যাবিসো রাবাদার বলে আবুল হাসানের লেগ স্ট্যাম্প উপড়েও বলটি সীমানা বাইরে চলে যাওয়া প্রোটিয়া পেস অ্যাটাকের প্রতীক হয়ে থাকলো।

খেলার তৃতীয় ওভারে কাইল অ্যাবোটের জোড়া শিকার হন রনি তালুকদার (১) ও এনামুল হক (৩)। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামা অধিনায়ক ইমরুল কায়েস রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫৮ রানে ও ব্যক্তিগত ২৯ রানে (২৪ বলে) ওয়াইসের বলে আউট হন তিনি। এরপর পেসার ওয়াইস ও স্পিনার ফাঙ্গিসোর বলে দ্রুত বিদায় নিতে থাকেন ব্যাটসম্যানরা।শেষ পর্যন্ত ৯৯ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ।

বিসিবির পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া শুভাগত হোম করেন ১৮ রান। ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ডেভিড ওয়াইস। এছাড়া কাইল অ্যাবোট ও ফাঙ্গিসো নেন দুটি করে উইকেট।

বগুড়ায় নুনগোলা ডিগ্রী কলেজে ফলজ বনজ চারা গাছ বিতরণ


ডিজিটাল বগুড়া ডট কম : বগুড়া সদরের নুনগোলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ চারা গাছ বিতরণ ও রোপন করা হয়েছে। ১৯৮৫ইং সালে কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রথম বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর ইকো-সোস্যাল ডেভলপমেন্ট (পেস্ড) এর আয়োজনে কলেজের জন্য ফলজ ও বনজ চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বৃক্ষগুলো রোপন করা হলো।
বৃহস্পতিবার সকালে চারা বিতরণ সময়ে উপস্থিত ছিলেন পেস্ড এর নির্বাহি পরিচালক মাহফুজ আরা মিভা, কলেজের অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ নূরুল ইসলাম, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী। চারা বিতরণে সার্বিক সহযোগিতার দায়িত্বে ছিলেন পেস্ড এর সমন্বয়কারী মো: আবু বকর সিদ্দিক।

বাজারে ছাড়া হলো ২২ হাজার কোটি টাকার নতুন নোট


ঈদ উপলক্ষে বাড়তি চাহিদা মেটাতে বৃহস্পতিবার ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। ভোগান্তি ছাড়া নোট সংগ্রহ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করলেও কয়েন নেয়া বাধ্যতামূলক থাকায় ক্ষোভ প্রকাশ করলেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদের আগে নতুন টাকা বিনিময়ের এই সময়ে অসাধু চক্রের দৌরাত্ম্য রোধে অমোচনীয় কালির ব্যবস্থা করার সাথে বাড়ানো হয়েছে নজরদারি।

প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমের ব্যস্ততার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩টি কাউন্টারের সামনে লম্বা লাইন, ঈদের আগে নতুন নোট নিতে আসা সাধারণ মানুষের। সাধারণ মানুষের উৎসব আমেজ ও বাণিজ্যিক ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে বৃহস্পতিবার ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। যা পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ও সব শাখাসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে।

আর অন্য সময়ের মতো নতুন নোট বিনিময়ের প্রথমদিনে বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে অসাধু চক্রের আনাগোনা চোখে না পড়ায় সন্তুষ্টির কথা জানালেন নতুন নোট প্রত্যাশীরা।

তবে ১০ টাকার নতুন নোট পেতে আগামী ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এমন নোটিসের সাথে কয়েন নেয়া বাধ্যতামূলক করায় ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই।

এদিকে, একাধিকবার নতুন টাকা নিলে কোন শাস্তির বিধান না থাকলেও তা প্রতিরোধে নজরদারি বাড়ানোর সাথে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।

তিনি বলেন, 'যার প্রয়োজন এবং যিনি টাকাটা নেবেন তার আঙুলে একটি অমোচনীয় কালি লাগিয়ে দেয়া যাতে তিনি দ্বিতীয়বার আর না আসতে পারেন'।

ফেসবুক তাদের লোগোতে সামান্য পরিবর্তন


আপনি কি ফেসবুকে কেনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? ফেসবুকের লোগোতে কোনোরকম হেরফের? ফেসবুকে অনেকটা সময় দিলেও সূক্ষ্ম বিষয়টি হয়তো অনেকেরই চোখে পড়েনি।

সম্প্রতি ফেসবুক তাদের লোগোতে সামান্য পরিবর্তন এনেছে। facebook শব্দের মধ্যে শুধু a ও b অক্ষর দুটি লেখার ধরণ পরিবর্তন করা হয়েছে।

এ ব্যাপারে ফেসবুকের ক্রিয়েটিভ ডিরেক্টর জোশ হিগিন্স বলেন, লোগোটিকে আরও বন্ধুসুলভ ও ব্যবহারকারীদের কাছাকাছি নিয়ে আসতেই এ পরিবর্তন।

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলার পর ২০০৫ সালে ফেসবুকের লোগোতে প্রথম পরিবর্তন আনা হয়। তারপর এখন এ পরিবর্তন আনা হলো।

ফেসবুকের প্রথম অক্ষর F, সাধারণত মোবাইল অ্যাপ ও প্রোফাইল ছবিতে দেখা যায়। তবে এতে কোনও পরিবর্তন আনা হয়নি।

দেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড


দেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫শ' ৩১ কোটি ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেখা গেছে, অনাবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ গত বছরে ৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, হুন্ডি বা মানি লন্ডারিং এর বিরুদ্ধে নেয়া বিভিন্ন পদক্ষেপেই ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এছাড়া মনে করা হচ্ছে ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল মান রেমিট্যান্সের প্রবৃদ্ধিতে ইতিবাচক হিসেবে কাজ করেছে।

ঈদের ছুটি : হল ছাড়ছে ইবি শিক্ষার্থীরা

ইবি : পবিত্র মাহে রমজান, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বন্ধ হওয়ায় আজ সকাল থেকে হল ছাড়ছে শিক্ষার্থীরা।  

রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, ছুটিতে সকাল থেকেই ক্যাম্পাস ত্যাগ করছে আবাসিক হলের শিক্ষার্থীরা।

তিনি আরো জানান, অফিসসমূহ ৪ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত ছুটি থাকবে।  ছুটি শেষে ২৫ জুলাই শনিবার হতে যথারীতি অফিসসমূহ চলবে।

এছাড়া পবিত্র রমজান, শব-ই-ক্বদর, ঈদ-উল-ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ২৬ জুলাই হতে যথারীতি চলবে।

ছুটি উপলক্ষে ৩ জুলাই  হতে ২৩ জুলাই পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে এবং ২৪ জুলাই সকাল ১০ টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। 

আজ থেকে বাসের অগ্রীম টিকিট বিক্রি শুরু


ডিজিটাল বগুড়া : আসন্ন ঈদুল ফিতরে ঘর মুখো মানুষের জন্য আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বেসরকারি বাসের অগ্রীম টিকিট বিক্রি। এজন্য প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে।

বিক্রি চলবে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত। অপর দিকে বি আরটিসি বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১০ জুলাই থেকে।

তবে বাসে টিকেট ৫০ শতাংশ রেখে টিকিট বিক্রির জন্য মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিবহনকে অনুরোধ জানানো হয়েছে। একইভাবে বলা হয়েছে, কোনভাবেই সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্ল্যাহ বলেন, সমিতির পক্ষ থেকে পরিবহন মালিকদের জানিয়ে দেয়া হয়েছে মোট টিকিটের শতকরা ৫০ ভাগ টিকিট বিক্রির জন্য। ঈদের পূর্ব মুহূর্তে মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়।

অনলাইনে বাসের টিকিট: অনলাইনে টিকিট কেনার সুবিধা চালু করেছে সহজ ডট কম। এতে ঘরে বসেই প্রয়োজনীয় বাস-টিকিট কেনা যাবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মালিহা এম কাদির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,  টিকিট বুকিং নিয়ে যাত্রীদের সহজ সেবা দিতেই এমন উদ্যোগ। এর মাধ্যমে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই টিকিট কেনা যাবে। অর্থ পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে।

Thursday, July 2, 2015

২৫ জুলাই থেকে ভোটার তালিকার হালনাগাদ


 ২৫ জুলাই থেকে ২০১৫-১৬ বছরের ভোটার তালিকার হালনাগাদ শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে।২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারীরা এ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
সচিব জানান, ৭২ লাখ নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে এবারের হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট, দ্বিতীয় ধাপে ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট এবং তৃতীয় ধাপে ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহ করবেন। পরবর্তী সময়ে তথ্য প্রদানকারী নাগরিকরা নিবন্ধন কেন্দ্রে গিয়ে ১১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ৩ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর এবং ৩০ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাদের নিবন্ধনের কাজ সম্পন্ন করবেন।

Tuesday, June 30, 2015

নাসার ক্যামেরায় ভিন গ্রহের যানের ছবি!

Video Link  https://youtu.be/1nNs7l5mSBc
ওয়েব ডেস্ক: চলছিল নাসার লাইভ কভারেজ। মহাকাশ গবেষণা কেন্দ্রের চারিদিকে গোল হয়ে ঘুরছিল নাসার ক্যামেরা। সেই সময় হঠাত্‍ই দেখা যায় অদ্ভুত এক জিনিস। ব্যাপরটা বুঝতে পেরেই হয়তো লাইভ কভারেজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরে অনেকবার চেষ্টা করেও বোঝা যায়নি জিনিসটা ঠিক কী। আবছা মত জিনিসটা দেখতে অনেকটা সিনেমায় দেখানো উইএফও বা ভিন গ্রহের যানের মত। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভিনগ্রহের তত্ত্বে বিশ্বাসীরা বলতে শুরু করেন জিনিসটা আসলে উইএফও। নাসা অবশ্য এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।

আজ এক সেকেন্ড সময় বেশি পাবেন


আজ ৩০ জুন দিনটি সেকেন্ডের হিসেবে হলেও সাধারণ দিনের তুলনায় একটু দীর্ঘ হবে। কারণ আজকের দিনটির সঙ্গে বাড়তি এক সেকেন্ড বা লিপ সেকেন্ড যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আজ আনুষ্ঠানিকভাবে দিনটির মেয়াদ এক সেকেন্ড বেশি হবে।
নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের পক্ষ থেকে ড্যানিয়েল ম্যাকমিলান জানিয়েছেন, পৃথিবীর ক্রমশ কমতে থাকা আহ্নিক গতির সঙ্গে তাল মেলানোর জন্য অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করা হবে। আজ রাত রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পরেই পয়লা জুলাইয়ের সূচনা হবে না, এর জন্য বিশ্বের সর্বত্র আরও এক সেকেন্ড অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, পৃথিবীর গতি একটু ধীর হচ্ছে৷ তাই কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম, বা ইউটিসি এবং অ্যাটমিক টাইম একই রাখতে ইউটিসিতে ১ সেকেন্ড যোগ করা হবে। জুন মাসে সাধারণত ৮৬,৪০০ সেকেন্ড থাকে। এবার তা হবে তার থেকে এক সেকেন্ড বেশি।
গবেষকেরা বলছেন, পৃথিবীর আহ্নিক গতি প্রতিদিনই ১ সেকেন্ডের দুই হাজার ভাগের এক ভাগ করে কমে আসছে। সেই কারণেই হিসেব ঠিক রাখতে ওই ১ সেকেন্ড যোগ করা হবে। যদিও পারমাণবিক সময় (বা অ্যাটমিক টাইম, যা ইলেকট্রন কণার শক্তি পরিবর্তন বা ট্রানসিশন পদ্ধতিতে অ্যাটমিক ঘড়ির সাহায্যে মাপা হয়) একই থাকবে। সাধারণত, ঘড়িতে ২৩: ৫৯: ৫৯-এর পরই 00: 00: 00 অর্থাৎ পরের দিন হয়। কিন্তু ৩০ জুন ২৩: ৫৯: ৫৯ এর পর হবে ২৩: ৫৯: ৬০ এবং তার পরে হবে 00: 00: 00 অর্থাৎ পরের দিন, ১ জুলাই।
এর আগে, ১৯৭২ সালে প্রথম লিপ সেকেন্ড যোগ করা শুরু হয়। সর্বশেষ ২০১২ সালের ৩০ জুন লিপ সেকেন্ড হিসেবে এক সেকেন্ড যোগ করা হয়।
গবেষকেরা বলছেন, আমাদের ঘড়ি আমাদের পৃথিবীর চেয়ে নিখুঁত সময় মেনে চলে। অ্যাটমিক ঘড়ি মেনে চলে কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা ইউটিসি যা সিজিয়াম অ্যাটমের পরিবর্তনের ওপর নির্ভর করে সেকেন্ডের দৈর্ঘ্য নির্ধারণ করে থাকে। অ্যাটমিক সময়ে এক সেকেন্ড সময় হারাতে লাখ বছর লেগে যাবে। কিন্তু আমাদের পৃথিবী এই নিয়মের ধার ধারে না। বরং পৃথিবীর গতি কিছুটা কমছে। এতে পৃথিবীর ঘুর্ণন গতির সঙ্গে ঘড়ির সময় মিলিয়ে না রাখলে পৃথিবীর আসল আচরণের সঙ্গে ঘড়ির সময় মিলবে না।

চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত বাংলাদেশের

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বাংলাদেশের অনিশ্চয়তার দোলাচল শেষ হলো তাহলে! ক্রিকইনফো সম্পাদক সম্বিত বালের কথা সত্যি ধরে নিলে তাই। কাল টুইটারে তিনি জানিয়েছেন, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের ম্যাচগুলোর ফল যা-ই হোক না কেন, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত। ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা আটে থাকার বিষয়ে তাঁকে নাকি জানানো হয়েছে খোদ আইসিসি থেকেই।
ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে হিসাবটা ছিল পরিষ্কার। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের মধ্যে দুটিতে জিততে পারলেই হয়। তাহলেই ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই তাই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আনন্দে ভাসে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ হারলেও ৯৩ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে আসে মাশরাফি বিন মর্তুজার দল। ৮৮ রেটিংয়ের ওয়েস্ট ইন্ডিজ ও ৮৭ রেটিংয়ের পাকিস্তানের মধ্যে দুই দলেরই সুযোগ থাকে না ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আটের বাইরে ছিটকে ফেলার।
কিন্তু পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার পরিকল্পনায় আবার একটু অনিশ্চয়তায় পড়ে যায় মাশরাফির দল। কারণ ওই টুর্নামেন্টে রেটিং পয়েন্ট বাড়িয়ে বাংলাদেশকে পেরিয়ে যাওয়ার সুযোগ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ছিল বলে ধারণা করা হচ্ছিল। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের গুরুত্ব বাংলাদেশের জন্য বেড়ে যায় অনেক। পাকিস্তান-ভারতের মতো প্রোটিয়াদের বিপক্ষে যদি সিরিজ জিততে পারে মাশরাফি বিন মর্তুজার দল, তাহলে চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে সংশয় থাকত না বিন্দুমাত্র।
এ হিসাব মাথায় রেখেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। তবে সম্বিত বালের কালকের টুইট বার্তা সত্যি হলে এখন কিছুটা চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবে তারা। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের তিন ওয়ানডেই যদি হারে বাংলাদেশ আর ওদিকে ত্রিদেশীয় টুর্নামেন্টে সর্বোচ্চ রেটিং পায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান- তবু মাশরাফির দলের নাকি ভয়ের কিছু নেই। ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‌্যাঙ্কিংয়ে আটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের। ফলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলছেই বাংলাদেশ। এখন আইসিসি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই বাকি কেবল!

Monday, June 29, 2015

আসছে জাতীয় পরিচয় পত্রের 'স্মার্ট' রূপ



নতুন রুপে আরো স্মার্ট হয়ে আসছে জাতীয় পরিচয় পত্র। স্মার্টকার্ড নামে দশ সংখ্যার এই নতুন এই জাতীয় পরিচয় পত্রে আগের মত ১৩ কিংবা ১৬ ডিজিটের লম্বা লাইন আর রাখা হচ্ছে না। দেখতে অনেকটা ব্যাংকের এটিএম কার্ডের আদলেই তৈরি করা হচ্ছে এটিকে। তথ্য উপস্থাপনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে অনেক। সম্প্রতি নির্বাচন কমিশনের এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণপূর্বক মিডিয়াকে জানানো হয় বিষয়গুলি। চলতি বছরেই নাগরিকদের হাতে এই স্মার্ট কার্ড তুলে দিতে পারবে বলেও আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশের নয় কোটি ৬২ লাখ ভোটারকেই দেয়া হবে এই স্মার্ট কার্ড। পাশাপাশি দেয়া হবে যাদের বয়স ইতোমধ্যে পনেরোতে এসে পড়েছে। এজন্য আগামী ১৫ জুলাই থেকে পনেরো বছর বয়সীদের তথ্য সংগ্রহের কার্যক্রমে নেমে পড়বে ইসি। দশ ডিজিটের এই স্মার্ট কার্ডটিই বাংলাদেশের নাগরিকত্বের প্রাথমিক প্রমান বহন করবে। স্মাট কার্ডের ১০ সংখ্যার নাম্বারটি ব্যবহার করে দেশের একজন নাগরিকে মৃত্যু পর্যন্ত নাগরিকের সব রকমের সুযোগ-সুবিধা নিতে পারবে।
স্মার্ট কার্ডের দশ সংখ্যার মধ্যে শেষ সংখ্যাটি ‘চেকসাম’ হিসেবে ব্যবহৃত হবে। দশ ডিজিটের প্রথমে কোন জিরো থাকবে না এবং একই ডিজিট চারবারের অধিক ব্যবহারও হবে না। স্মার্ট কার্ডের নিরাপত্তার স্বার্থে ব্যবহৃত সংখ্যাকে ক্রমানুসারে বসাতে সংশ্লিষ্ট কমিটিকে নিষেধাজ্ঞা প্রদান করেছে সিইসি। পূর্বের চেয়ে সম্পূর্ণই আলাদা প্রকৃতির একটি নাগরিক পরিচয় পত্র হবে এটি। বর্তমান পরিচয়পত্রে স্বামী- স্ত্রীর নাম লিখার অপশন থাকলেও নতুন এনআইডি কার্ডে দৃশ্যমান থাকবে না সে অপশন। কারণ হিসেবে বলা হয়েছে স্বামী স্ত্রী পরিবর্তনশীল। এ সম্পর্কগুলো যে কোন সময় পরিবর্তিত হতে পারে। তবে কার্ডের যে মাইক্রোচিপস রয়েছে তাতে উল্লেখ থাকবে সব তথ্য। পিতা মাতার অপশনটি আগেরটির মতই দৃশ্যমান রাখা হবে।
নির্বাচন কমিশনের প্রধান কাজী রকিবুদ্দীন আহমদ নতুন এই স্মার্টকার্ডের সুবিধা সম্পর্কে বলেন, নতুন এনআইডি কার্ডধারী একজন নাগরিক দেশের মোট পঁচিশটি কাজে এটি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে সরকারি সব অনলাইন সুবিধা, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সম্পত্তি কেনাবেচা, টিআইএন প্রাপ্তি, বিয়ে রেজিস্ট্রেশন, ই-পাসপোর্ট, ব্যাংক হিসাব খোলা, ব্যাংক ঋণগ্রহণ , সরকারি ভাতা উত্তোলন, সহায়তা প্রাপ্তি, বিআইএন, শেয়ার-বিও একাউন্ট, ট্রেড লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশন, বীমা স্কিম, ই-গভর্নেন্স, গ্যাস-বিদ্যুত্ সংযোগ, মোবাইল সংযোগ, হেলথ কার্ড, ই ক্যাশ, ব্যাংক লেনদেন ও শিক্ষার্থীদের ভর্তির কাজ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ।

টাইগার শিবিরে ওলটপালট, কার কত বেতন?


স্পোর্টস ডেস্ক : টাইগার শিবিরে একটি ওলটপালট হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডই এই ওলটপালটের উদ্যেক্তা। বিসিবির চুক্তিতে এসেছে নতুন মুখ আবার বাদ দেয়া হয়েছে কয়েকজনকে। সিনিয়র ক্রিকেটার আবদুর রাজ্জাক দলে জায়গা না পেলেও এতদিন বিসিবি তাকে বেতন দিয়েছে। এ তালিকায় ছিলেন রবিউল ইসলাম ও সোহাগ গাজীও।

কিন্তু চুক্তির পরিসর বাড়ানো ও নতুনদের সুযোগ দেয়ায় বাদ দেয়া হয়েছে তাদের। ওই তিন জনের পরিবর্তে নতুন করে চুক্তি সম্পাদন করেছেন তাইজুল ইসলাম, আল আমিন ও আরাফাত সানী। বিসিবির নির্ধারিত ডি ক্যাটাগরির হিসাবে মাসে ৬০ হাজার করে পাবেন তারা। মুমিনুল হক ও এনামুল হক বিজয় বেতন পাবেন সি ক্যাটাগরিতে অর্থাৎ ৯০ হাজার টাকা তাদের মাসিক বেতন।

নতুন চুক্তিতে ইমরুল, রুবেল হোসেন, নাসির হোসেন ও শফিউল পাবেন ‘বি’ ক্যাটাগরিতে বেতন ১ লাখ ২০ হাজার টাকা। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ এ ক্যাটাগরিতে ১ লাখ ৭০ হাজার টাকা করে পাবেন।
 
বিসিবির এ+ ক্যাটাগরিতে মাশরাফি বিন মর্তুজা, ওয়ানডে সহ-অধিনায়ক সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও টেস্ট সহ-অধিনায়ক তামিম ইকবাল ২ লাখ টাকা করে পেতেন। নতুন চুক্তিতে তারা একই পরিমান বেতন পাবেন।
 
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, আমাদের কিছু এজেন্ড রয়েছে। আপাতত বেতন কাঠমো এমনই থাকছে। বিসিবির পরবর্তী মিটিংয়ে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

অবশেষে একাদশের ভর্তির ফল প্রকাশ


কয়েক দফা পেছানোর পর এবার চূড়ান্তভাবে কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। আজ সোমবার রাত ১২টা ২৩ মিনিটে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিলম্ব ফি ছাড়া ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক রবিবার রাতে গণমাধ্যমে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুন রাত সাড়ে ১১টায় আবেদনকারী শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করার কথা থাকলেও কারগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশ কয়েক দফা পেছানো হয়।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, তালিকা প্রকাশে দেরি হওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে। ভর্তি কার্যক্রম চলবে কাল সোমবার থেকে ২ জুলাই পর্যন্ত। তবে ক্লাস শুরুর সময় ১ জুলাই ঠিক রাখা হয়েছে।

রোববার দুপুরে আবু বক্কর ছিদ্দিক বলেছিলেন, ক্লাস শুরু হবে ২ জুলাই। আর আগের সময় অনুযায়ী ২৭ জুন থেকে ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করার কথা ছিল।

বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করার কথা ছিল। এরপর চার দফায় সময় পেছানো হয়।

ভর্তির মেধা তালিকা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া মোবাইল এসএমএসে ফলাফল পাঠানো হবে।
HSC Result 2015 Get Fast From Your Mobile
HSC <space> First 3 letters of the code name of your board <space> your Roll Number <space> 2015 and Send it to 16222.
Example: HSC DHK 12345 2015 and send to 16222.

Online Application Form


XI Class Inter-Board Admission System (Session: 2015-2016)

Online Application Form
SSC/Equivalent Examination Information
Roll No. Board Passing Year Reg No.

HSC Admission Result

XI Class Inter-Board Admission System (Session: 2015-2016)

Admission Result
SSC/Equivalent Examination Information
Roll No. Board Passing Year

Sunday, June 28, 2015

সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র যদি হারিয়ে ফেলেন তখন যা করবেন

সার্টিফিকেট নম্বরপত্র বা প্রবেশপত্র যদি হারিয়ে ফেলেন সার্টিফিকেট হারিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান অনেকেই। কী করবেন, কিভাবে সার্টিফিকেট ফিরে পাবেন তা বুঝতে না। সার্টিফিকেট বা এ ধরনের মূল্যবান শিক্ষাসংক্রান্ত কাগজপত্র হারালে বা নষ্ট হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই।
Certificate
প্রথমে যা করবেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানালেন, সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র হারিয়ে গেলে দেরি না করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। এর জন্য প্রথমে আপনার এলাকার নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে রাখতে হবে।
এরপর যে কোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর, পাসের সাল, বোর্ডের নাম এবং কিভাবে সার্টিফিকেট, নম্বরপত্র অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।
এরপর শিক্ষা বোর্ডে থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে যেতে হবে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা বোর্ডে। শিক্ষা বোর্ডের ‘তথ্যসংগ্রহ কেন্দ্র’ থেকে আবেদনপত্র সংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ করতে হবে।
এরপর নির্ধারিত ফি সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিতে হবে। টাকা জমা হওয়ার পর আবেদন কার্যকর হবে। আবেদনপত্রের সঙ্গে মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং ও থানার জিডির
কপি জমা দিতে হবে।
আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃ আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে হবে আপনি কোন পরীক্ষার (মাধ্যমিক না উচ্চমাধ্যমিক) কী হারিয়েছেন এবং কী কারণে আবেদন করছেন। আবেদনপত্রের বিভিন্ন অংশে ইংরেজি বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট অক্ষরে পূর্ণ নাম, মাতার নাম, পিতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রোল নম্বর, পাসের বিভাগ/জিপিএ, শাখা, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং জন্মতারিখসহ বিভিন্ন তথ্য লিখতে হবে।
পরবর্তী অংশে জাতীয়তা, বিজ্ঞপ্তি যে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটির নাম ও তারিখ এবং সোনালী ব্যাংকের যে শাখায় ব্যাংক ড্রাফট করেছেন সে শাখার নাম, ড্রাফট নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে। আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের প্রয়োজন হবে। এতে তার দস্তখত ও নামসহ সিলমোহর থাকতে হবে। আর প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর ও নামসহ সিলমোহর থাকতে হবে।
ব্যতিক্রম আছেঃ  নষ্ট হয়ে যাওয়া সনদপত্র/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্টের অংশবিশেষ থাকলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে না বা থানায় জিডি করতে হবে না। এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ জমা দিতে হবে। তবে সনদে ও নম্বরপত্রের অংশবিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র, পাসের বিভাগ ও সন, জন্মতারিখ এবং পরীক্ষার নাম না থাকলে তা গ্রহণযোগ্য হবে না।
আর বিদেশি নাগরিককে ব্যাংক ড্রাফটসহ নিজ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। কত টাকা লাগবে সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফি (জরুরি ফিসহ) ১৩০ টাকা। এছাড়া ত্রি-নকলের জন্য ১৫০ টাকা এবং চৌ নকলের জন্য ২৫০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হয়। আর টাকার কম বেশিও হতে পারে। ওয়েবসাইট থেকে বর্তমান তথ্য পেতে পারেন।

educationboardresults (1996-Present)

 

Ministry of Education

Intermediate and Secondary Education Boards Bangladesh

Official Website of Education Board 
 
 
 
 
     
 Examination: 
 Year: 
 Board: 
 Roll: 
 9 + 4= 
     
     
 
 
 
 

 
 

মহাসাগরে ভাসমান মসজিদ

মসজিদটির ভেতরে ২৫ হাজার এবং ভেতরে-বাইরে মিলিয়ে একসঙ্গে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য রয়েছে নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা
পানিতে ভাসমান এ মসজিদটির নাম নাম গ্র্যান্ড মস্ক হাসান ২ বা দ্বিতীয় হাসান মসজিদ। এটির অবস্থান মরক্কোর কাসাব্লাঙ্কায়। একে ভাসমান মসজিদ বলার কারণ হচ্ছে- মসজিদটির তিন ভাগের এক ভাগ আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয়, ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির ওপর। মহাসাগরে ভাসমান এ মসজিদটি মরক্কোসহ আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ। মসজিদটির ভেতরে ২৫ হাজার এবং ভেতরে-বাইরে মিলিয়ে একসঙ্গে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য রয়েছে নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। ঝড়-বৃষ্টির সময় ছাড়া প্রাকৃতিক আলো ও মুক্ত বাতাস প্রবেশ করাতে মসজিদটির ছাদ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় তিন মিনিট পরপর। ৩৩ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ সামলে নেয়ার ব্যবস্থা আছে মসজিদটিতে। সমুদ্রের কোনো গর্জন শোনা যায় না মসজিদটির ভেতর থেকে। ২২ দশমিক ২৪ একর জায়গার ওপর অবস্থিত এ মসজিদের মূল ভবনের সঙ্গে আছে সভাকক্ষসহ লাইব্রেরি, কুরআন শিক্ষালয়, ওজুখানা। আড়াই হাজার পিলারের ওপর স্থাপিত এ মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো। মসজিদ এলাকার আশপাশ সাজানো হয়েছে ১২৪টি ঝরনা ও ৫০টি ক্রিস্টালের ঝাড়বাতি দিয়ে। শুধু তাই নয়, কোথাও কোথাও এসব মোড়ানো হয়েছে স্বর্ণের পাত দিয়ে। মসজিদটির মেঝে থেকে ছাদের উচ্চতা ৬৫ মিটার। মেহরাবের উচ্চতা দোতলা ভবনের সমান। আর মিনারের উচ্চতা ২১০ মিটার। ৬০ তলা ভবনের সমান এ মিনারের ওপরে রয়েছে লেজার রশ্মি, যা নাবিকদের দেখিয়ে দেয় পবিত্র কাবাশরিফের পথ। ৩০ কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায় এই লেজার রশ্মি। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এটি।
মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদটি তৈরি করেছেন। এটি নির্মাণে কাজ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা। আর নকশা করেছেন ফরাসি স্থপতি মিশেল পিনচিউ।
এ রিয়াজ