Friday, July 3, 2015

লেসারের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেবে ফেসবুক!


      ড্রোন ও স্যাটেলাইট মারফত উচ্চগতির ইন্টারনেট দেয়ার জন্য লেসার প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা শুরু করে দিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। তাদের সোশ্যাল মিডিয়া পেজে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, 

       আকাশ থেকে সাধারণের কাছে ডেটা পাঠানোর উপযোগী লেসার যোগাযোগ ব্যবস্থার উপর আমাদের কানেকটিভিটি ল্যাব কাজ করছে৷ এই প্রক্রিয়া চালু করা গেলে দূরে ডেটা পাঠানোর গতি অনেকটাই বাড়িয়ে দেবে৷’ সাধারণ মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে ড্রোন ও স্যাটেলাইটের ব্যবহার করতে নতুন প্রযুক্তি তৈরি করছে সংস্থাটি৷ জুকেরবার্গ আরো জানিয়েছেন,

        আমাদের ইন্টারনেট ডট ওআরজি উদ্যোগের অংশ হিসাবে বর্তমান ওয়্যারলেস নেটওয়ার্কের আওতায় যে সব মানুষ নেই তাদের সাথে যোগাযোগ করতে ড্রোন ও স্যাটেলাইটের ব্যবহার করার চেষ্টা চালাচ্ছি৷’