Friday, July 3, 2015

মাত্র ৯৯ রানেই অলআউট বিসিবি একাদশ


সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে ১৮ ওভারে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের পেসারদের দ্রুতগতি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। বিশেষ করে তরুণ পেসার ক্যাবিসো রাবাদার বলে আবুল হাসানের লেগ স্ট্যাম্প উপড়েও বলটি সীমানা বাইরে চলে যাওয়া প্রোটিয়া পেস অ্যাটাকের প্রতীক হয়ে থাকলো।

খেলার তৃতীয় ওভারে কাইল অ্যাবোটের জোড়া শিকার হন রনি তালুকদার (১) ও এনামুল হক (৩)। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামা অধিনায়ক ইমরুল কায়েস রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫৮ রানে ও ব্যক্তিগত ২৯ রানে (২৪ বলে) ওয়াইসের বলে আউট হন তিনি। এরপর পেসার ওয়াইস ও স্পিনার ফাঙ্গিসোর বলে দ্রুত বিদায় নিতে থাকেন ব্যাটসম্যানরা।শেষ পর্যন্ত ৯৯ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ।

বিসিবির পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া শুভাগত হোম করেন ১৮ রান। ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ডেভিড ওয়াইস। এছাড়া কাইল অ্যাবোট ও ফাঙ্গিসো নেন দুটি করে উইকেট।