Friday, July 24, 2015

স্বামী এবং স্ত্রী এর কথকপথন

প্রতিদিন স্বামীর পাশ কাটিয়ে
ঘুম থেকে উঠে প্রতি রাতেই
মানিকের
স্ত্রী আধা ঘন্টা এক ঘন্টার জন্য
একা সে কোথায় যায়...???
মানিক চিন্তায় অস্থির।
তাহলে বউ শেষেকি পরকিয়া
সম্পর্ক করে...??
আবার ভাবছে বউ তো
নামাজও পড়ে....!!!
তাহলে কি লোক দেখানো
নামাজ পড়ে,,,,,,???
নাকি ভাল সাজার ফান করে
অন্য কিছু করছে,,,,,??
অবশেষ মানিক সিদ্ধান্ত
নিলো, আজ বউয়ের সব রুপ না
দেখে ছাড়বে না।
বউয়ের আল্লাহ বিল্লাহ কথা।
আর মাঝ রাতে পর পুরুষের সাথে
মিলা মিশা....!!!
আজ তারে আমি দেখে নেব।
ভালোর নিচে কি করছ...!!
মানিকের ঘুম আসছেনা কখন
বউ বের হবে সেই চিন্তায়।
রাত যখন গভীর হল আস্তে আস্তে
বউ উঠে নলকূপে গেল।
আর মানিক দূরথেকে লক্ষ করছে ।
তার বউ একটু পরে এসে
পাশের রুমে গেল....!!!
অন্ধকার বলে কিছুই বুঝা যায়
না,সে যে কি করছে।
আর কারো শব্দ নেই ওখানে,
তাহলে একা একা কি করছে
সে,,,,,,??
সন্দেহটা আরো বেড়ে গেল।
প্রায় আধ ঘন্টা পর কান্নার
শব্দ পেয়ে মানিক আস্তে আস্তে
দরজার কাছে কান দিল।
কান্না আরো স্পষ্ট হল কি যেন
বলছে,তা বেশি বুঝতে
পারছেনা,,,,,!!
কান্না কিছুটা কমেছে কথা
অল্প অল্প বুঝা যায়।
তার কথাটি ছিল এমন""হে
আল্লাহ""তুমি সবকিছুর মালিক""ও
সকল কিছুর সৃষ্টিকর্তা"আমাদের
পালনকর্তা""তাই তোমার কাছে
একটাই চাওয়া আমার।
তুমি আমার স্বামীকে মুত্তাক্বী ও
নামাজী বানিয়ে দাও মালিক"।
"আর তুমি আমাকে সৎ
সন্তান দান কর আল্লাহ পাক"।
"যারা আমার স্বামীর দুশমন ও
শত্রুদের
তুমি হেদায়েত দান কর"'।
একথা শুনে মানিক তার চোখের
পানি
আর ধরে রাখতে পারেনি।
সে নিজের ভুল বুঝতে পেরে,
তখনি প্রতিজ্ঞা করল।
জীবন থাকিতে কখনো সে
আর তৌইলে ও মধুতে ভেজাল
মেশাবে না।
এবং পরিপূর্ণ ভালো হয়ে যাবে।
এবং সে তার স্ত্রীকে কখনো
অবিশ্বাস করবেনা এবং সব সময়
তাকে ভালোবাসবে সে।
আল্লাহ তাআলা আমাদের
সকলকে এমন একজন করে স্ত্রী
মিলিয়ে দিও আল্লাহ।

আয়াতুল কুরসী পড়ার ফযীলত

## উবাই ইবনে কা’ব (রাঃ) হতে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘হে আবূ মুনযির! তুমি কি জান,মহান আল্লাহর গ্রন্থ (আল-কুরাআন) এর ভিতর তমার যা মুখস্থ আছে, তার মধ্যে সবচেয়ে বড় (মর্যাদাপূর্ণ) আয়াত কোনটি?’ আমি বললাম, ‘সেটা হচ্ছে আয়াতুল কুরসী।’ সুতরাং তিনি আমার বুকে চাপড় মেরে বললেন, ‘আবুল মুনযির! তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক’। (মুসলিম ৮১০)
(অর্থাৎ তুমি, নিজ জ্ঞানের বর্কতে উক্ত আয়াতটির সন্ধান পেয়েছ, সে জন্য তোমাকে ধন্যবাদ।)
## আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বললেন (একবার) রাসূলুল্লাহ (সাঃ) আমাকে রমযানের জাকাত(ফিৎরার মাল-ধন) দেখাশোনা করার দায়িত্ব দেন। বস্তুতঃ ( আমি পাহারা দিচ্ছিলাম ইত্যবসরে) একজন আগমনকারী এসে আজঁলা ভরে খাদ্যবস্তু নিতে লাগল। আমি তাকে ধরলাম এবং বললাম, ‘তোকে অবশ্যই রাসূলুল্লাহ (সাঃ) –এর কাছে পেশ করব।’ সে আবেদন করল,আমি একজন সত্যিকারের অভাবী। পরিবারের ভরণপোষণের দায়িত্ব আমার উপর, আমার দারুন অভাব।’ কাজেই আমি তাকে ছেড়ে দিলাম।
সকালে (রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট হাযির হলাম) রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ‘হে আবূ হুরাইরা! গত রাতে তোমার বন্দী কী আচারন করেছে’? আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! সে তার অভাব ও (অসহায়) পরিবার-সন্তানের অভিযোগ জানাল। সুতরাং তার প্রতি আমার দয়া হলে আমি তাকে ছেরে দিলাম ।’ তিনি বললেন, ‘ সতর্ক থেকো, সে আবার আসবে’।
আমি রাসূলুল্লাহ (সাঃ)-এর আনুরুপ উক্তি শুনে সুনিশ্চিত হলাম যে, সে আবার আসবে। কাজেই আমি তার প্রতীক্ষায় থাকলাম। সে (পুর্ববৎ) এসে আজঁলা ভরে খাদ্যবস্তু নিতে লাগল। আমি বললাম, ‘অবশ্যই তোকে রাসূলুল্লাহ (সাঃ) –এর কাছে পেশ করব ।’ সে বলল, ‘আমি অভাবী,পরিবারের  দায়ত্ব আমার উপর, (আমাকে ছেড়ে দাও) আমি আর আসব না ।’সুতরাং আমার মনে দয়া হল। আমি তাকে ছেড়ে দিলাম।
সকালে উঠে (যখন রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে গেলাম তখন) রাসূলুল্লাহ (সাঃ) আমাকে বললেন, ‘‘আবূ হুরাইরা! গত রাতে তোমার বন্দী কী আচারন করেছে’? আমি বললাম, ‘ইয়া রাসূলুল্লাহ (সাঃ)! সে তার অভাব ও অসহায় সন্তানের-পরিবারের অভিযোগ জানাল। সুতরাং আমার মনে দয়া হলে আমি তাকে ছেরে দিলাম’। তিনি বললেন, ‘ সতর্ক থেকো, সে আবার আসবে’।
সুতরাং তৃতীয়বার তার প্রতীক্ষায় রইলাম। সে (এসে)আজঁলা ভরে খাদ্যবস্তু নিতে লাগল। আমি তাকে ধরে বললাম ‘‘এবারে তোকে রাসূলুল্লাহ (সাঃ) –এর দরবারে হাযির করবই।’ এটা তিনবারের মধ্যে শেষবার । ‘ফিরে আসবো না’ বলে তুই আবার ফিরে এসেছিস ।’’ সে বলল ‘তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কতকগুলি শব্দ শিখিয়ে দেব, যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন ।’ আমি বললাম ‘সেগুলি কী?’ সে বলল, ‘যখন তুমি (ঘুমাবার জন্য) বিছানাই যাবে, তখন আয়াতুল কুরসী পাঠ ক’রে (ঘুমাবে) তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে। আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না’।
সুতরাং আমি তাকে ছেড়ে দিলাম। আবার সকালে (রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে গেলাম) তিনি আমাকে বললেন, ‘‘তোমার বন্দী কী আচারন করেছে?’’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! সে বলল, ‘‘ আমি তোমাকে এমন কতিপয় শব্দ শিখিয়ে দেব, যার দ্বারা আল্লাহ আমার কল্যাণ করবেন ।’’ বিধায় আমি তাকে ছেড়ে দিলাম  তিনি বললেন ‘‘সে শব্দগুলি কী?’’ আমি বললাম, ‘সে আমাকে বলল, ‘‘যখন তুমি বিছানাই (শোয়ার জন্য) যাবে, তখন আয়াতুল কুরসী শুরু থেকে শেষ পর্যন্ত ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম’ পড়ে নেবে ।’’সে আমাকে আর বলল, “তার কারনে আল্লাহর তরফ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে। আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না’’।
(এ কথা শুনে) তিনি (সাঃ) বললেন, ‘‘শোনো ! সে নিজে ভীষণ মিথ্যাবাদী; কিন্তু তোমাকে সত্য কথা বলেছে। হে আবূ হুরাইরা! তুমি জান, তিন রাত ধরে তুমি কার সাথে কথা বলছিলে?’’ আমি বললাম, ‘জী না ।’ তিনি বললেন, ‘‘সে ছিল শয়তান’’। (সহীহুল বুখারী ২৩১১)

ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও ভোটার নিবন্ধন কার্যক্রম (বগুড়া জেলা)


ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও ভোটার নিবন্ধন কার্যক্রম বগুড়া জেলার সময়সূচী ও দিন তারিখ-

> ১ম পর্যায় – (তথ্য সংগ্রহ: ২৫ জুলাই- ৯ আগস্ট, নিবন্ধন: ১১ আগস্ট- ১ সেপ্টেম্বর) (ধুনট, নন্দীগ্রাম, গাবতলী, আদমদীঘি)।
> ২য় পর্যায় – (তথ্য: ১৬ আগস্ট- ৩০ আগস্ট, নিবন্ধন: ৩ সেপ্টেম্বর- ২২ সেপ্টেম্বর) (শেরপুর, সারিয়াকান্দি, কাহালু, শিবগঞ্জ)।
> ৩য় পর্যায় – (তথ্য: ৭ সেপ্টেম্বর- ২২ সেপ্টেম্বর, নিবন্ধন: ৩০ সেপ্টেম্বর- ২০ অক্টোবর) (বগুড়া সদর, সোনাতলা, দুপচাচিয়া, শাজাহানপুর)।
# ২য় স্তর –
> ১ম পর্যায় – (তথ্য: ২৫ জুলাই- ৯ আগস্ট, নিবন্ধন: ২২ অক্টোবর- ২ ডিসেম্বর) (ধুনট, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, গাবতলী, আদমদীঘি)।
> ২য় পর্যায় – (তথ্য: ১৬ আগস্ট- ৩০ আগস্ট, নিবন্ধন: ৪ ডিসেম্বর- ১৩ জানুয়ারী) (দুপচাচিয়া, শিবগঞ্জ, শাজাহানপুর, সোনাতলা, সদর, শেরপুর)।

ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম ২০১৫




25 জুলাই 2015 সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হবে। আপনার জন্ম তারিখ যদি 1 জানুয়ারী 2000 বা তার পূর্বের হয় তাহলে ভোটার তালিকা সংগ্রাহ কারীর কাছে গিয়ে নিবন্ধন করুন।

Thursday, July 23, 2015

১১ আগস্ট থেকে শুরু হচ্ছে তথ্য অধিদফতরের জনবল নিয়োগ পরীক্ষা


১১ আগস্ট থেকে শুরু হচ্ছে তথ্য অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগে মৌখিক পরীক্ষা। প্রাথমিক ভাবে প্রথম দিনে তথ্য সহকারি, আলোকচিত্র গ্রাহক, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপরেটর, টেলেক্স অপারেটর, লাইব্রেরিয়ান, স্টোর সহকারি পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা গুলো ১২ আগস্ট শুরু হয়ে ১৩ আগস্ট পর্যন্ত চলবে।
অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা গুলো ১৪ আগস্ট শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হবে।
নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষা ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।লেটেস্টবিডিনিউজ.কম/এনএস