Friday, July 3, 2015

বগুড়ায় নুনগোলা ডিগ্রী কলেজে ফলজ বনজ চারা গাছ বিতরণ


ডিজিটাল বগুড়া ডট কম : বগুড়া সদরের নুনগোলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ চারা গাছ বিতরণ ও রোপন করা হয়েছে। ১৯৮৫ইং সালে কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রথম বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর ইকো-সোস্যাল ডেভলপমেন্ট (পেস্ড) এর আয়োজনে কলেজের জন্য ফলজ ও বনজ চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বৃক্ষগুলো রোপন করা হলো।
বৃহস্পতিবার সকালে চারা বিতরণ সময়ে উপস্থিত ছিলেন পেস্ড এর নির্বাহি পরিচালক মাহফুজ আরা মিভা, কলেজের অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ নূরুল ইসলাম, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী। চারা বিতরণে সার্বিক সহযোগিতার দায়িত্বে ছিলেন পেস্ড এর সমন্বয়কারী মো: আবু বকর সিদ্দিক।