Friday, July 3, 2015

কমছে মোবাইলে কথা বলার খরচ


চলতি বছরের বাজেটে মোবাইল গ্রাহকদের কথা বলার উপর ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল বাংলাদেশ সরকার। বাজেট উথাপনে এ ঘোষণার পর থেকেই গ্রাহকদের কথা বলার উপর বাড়তি কলরেট একযোগে কার্যকর করে দেশের সবকটি মোবাইল অপারেটর। বিষয়টি নিয়ে বাজেটের পর থেকেই বেশ আলোচনা – সমালোচনা হয় গ্রাহক এবং অর্থনীতিবিদদের মধ্যে থেকে। তার ভিত্তিতেই এবার প্রস্তাবিত বাজেটে নির্ধারিত শুল্কের পরিমাণ কমিয়ে ২ শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এতোদিন মোবাইলে কথা বলার উপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপিত থাকলেও চলতি বাজেটে এসে এর পরিমাণ আরো ৫ শতাংশ যোগ করা হয়। বাজেট ঘোষণার পর থেকে গ্রাহকরা বাড়তি কলরেটে কথা বলে আসলেও গত বৃহস্পতিবার থেকে মোবাইল কল, এসএমএস এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আরোপিত শুল্ক কিছুটা কমিয়ে আনা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে মোবাইল গ্রাহকদের কথা বলার উপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলেও চূড়ান্ত বাজেট এবং অর্থবিলে সেটি ৩ শতাংশ কমানো হয়েছে।’