Friday, July 3, 2015

দেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড


দেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫শ' ৩১ কোটি ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেখা গেছে, অনাবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ গত বছরে ৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, হুন্ডি বা মানি লন্ডারিং এর বিরুদ্ধে নেয়া বিভিন্ন পদক্ষেপেই ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এছাড়া মনে করা হচ্ছে ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল মান রেমিট্যান্সের প্রবৃদ্ধিতে ইতিবাচক হিসেবে কাজ করেছে।