আপনি কি ফেসবুকে কেনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? ফেসবুকের লোগোতে কোনোরকম হেরফের? ফেসবুকে অনেকটা সময় দিলেও সূক্ষ্ম বিষয়টি হয়তো অনেকেরই চোখে পড়েনি।
সম্প্রতি ফেসবুক তাদের লোগোতে সামান্য পরিবর্তন এনেছে। facebook শব্দের মধ্যে শুধু a ও b অক্ষর দুটি লেখার ধরণ পরিবর্তন করা হয়েছে।
এ ব্যাপারে ফেসবুকের ক্রিয়েটিভ ডিরেক্টর জোশ হিগিন্স বলেন, লোগোটিকে আরও বন্ধুসুলভ ও ব্যবহারকারীদের কাছাকাছি নিয়ে আসতেই এ পরিবর্তন।
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলার পর ২০০৫ সালে ফেসবুকের লোগোতে প্রথম পরিবর্তন আনা হয়। তারপর এখন এ পরিবর্তন আনা হলো।
ফেসবুকের প্রথম অক্ষর F, সাধারণত মোবাইল অ্যাপ ও প্রোফাইল ছবিতে দেখা যায়। তবে এতে কোনও পরিবর্তন আনা হয়নি।
সম্প্রতি ফেসবুক তাদের লোগোতে সামান্য পরিবর্তন এনেছে। facebook শব্দের মধ্যে শুধু a ও b অক্ষর দুটি লেখার ধরণ পরিবর্তন করা হয়েছে।
এ ব্যাপারে ফেসবুকের ক্রিয়েটিভ ডিরেক্টর জোশ হিগিন্স বলেন, লোগোটিকে আরও বন্ধুসুলভ ও ব্যবহারকারীদের কাছাকাছি নিয়ে আসতেই এ পরিবর্তন।
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলার পর ২০০৫ সালে ফেসবুকের লোগোতে প্রথম পরিবর্তন আনা হয়। তারপর এখন এ পরিবর্তন আনা হলো।
ফেসবুকের প্রথম অক্ষর F, সাধারণত মোবাইল অ্যাপ ও প্রোফাইল ছবিতে দেখা যায়। তবে এতে কোনও পরিবর্তন আনা হয়নি।