Friday, July 3, 2015

আজ থেকে বাসের অগ্রীম টিকিট বিক্রি শুরু


ডিজিটাল বগুড়া : আসন্ন ঈদুল ফিতরে ঘর মুখো মানুষের জন্য আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বেসরকারি বাসের অগ্রীম টিকিট বিক্রি। এজন্য প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে।

বিক্রি চলবে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত। অপর দিকে বি আরটিসি বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১০ জুলাই থেকে।

তবে বাসে টিকেট ৫০ শতাংশ রেখে টিকিট বিক্রির জন্য মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিবহনকে অনুরোধ জানানো হয়েছে। একইভাবে বলা হয়েছে, কোনভাবেই সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্ল্যাহ বলেন, সমিতির পক্ষ থেকে পরিবহন মালিকদের জানিয়ে দেয়া হয়েছে মোট টিকিটের শতকরা ৫০ ভাগ টিকিট বিক্রির জন্য। ঈদের পূর্ব মুহূর্তে মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়।

অনলাইনে বাসের টিকিট: অনলাইনে টিকিট কেনার সুবিধা চালু করেছে সহজ ডট কম। এতে ঘরে বসেই প্রয়োজনীয় বাস-টিকিট কেনা যাবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মালিহা এম কাদির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,  টিকিট বুকিং নিয়ে যাত্রীদের সহজ সেবা দিতেই এমন উদ্যোগ। এর মাধ্যমে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই টিকিট কেনা যাবে। অর্থ পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে।