Monday, June 15, 2015

জেনে নিন ফেসবুকে ভুয়া আইডি কীভাবে সনাক্ত করবেন ?

  • সামাজিক মাধ্যম ফেসবুক এখন শুধুই বিনোদনের জন্য নয় ফেসবুক আজ অন্যতম যোগাযোগ মাধ্যম, গণজোয়ার আর জনস্রোতের মাধ্যমতবে বর্তমান প্রজন্মের অনেকেই দিন দিন অতি আসক্ত হয়ে পড়ছে ফেসবুকের প্রতিআর এই আসক্তির সুযোগ নিচ্ছে কিছু অসৎ মানুষজন্ম হচ্ছে নতুন নতুন প্রতারনার কৌশলএক পরিসংখ্যানে জানা গেছে মোট ফেসবুক প্রোফাইলের প্রায় ৯% ফেইকএর মধ্যে বাংলাদেশে এই সংখ্যা আরো বেশীঅনেকেই ফেসবুকে নকল প্রোফাইল খুলে নিজেদের নাম পরিচয় বদলে প্রেমের প্রতারণা, অর্থ প্রতারণা, ব্ল্যাকমেইল সহ নানান অপরাধ করছেস্কুল কলেজ পড়ুয়া কম বয়সী ছেলেরা অনেকেই এই ফাঁদে পা দিয়ে ফেলছেনফলে নিজের জীবনে অনেকেই ডেকে আনছেন বিপর্যয়মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে সনাক্ত করা যাবে ফেসবুকের প্রোফাইল আসল নাকি ভুয়া সেই সম্পর্কেফেসবুকের ভুয়া প্রোফাইল সনাক্ত করার কিছু সহজ উপায় আছেতাহলে জেনে নিন ফেসবুকে ভুয়া প্রোফাইল সনাক্ত করার সহজ কিছু উপায়ঃ

 ফেসবুকে ফেইক আইডির এত ছড়াছড়ি কেন?
স্রেফ মজা করার জন্যবন্ধুরা অনেক সময় অন্য বন্ধুর সঙ্গে মজা করার জন্য ফেইক প্রোফাইল তৈরি করেনস্পাম করার জন্যএরা বিভিন্ন রকম লোভনীয় বিজ্ঞাপন দিয়ে মানুষের অর্থ, সময় ও ধৈর্য্য নষ্ট করে প্রতারনা করেআইডি হ্যাক করার জন্যেও অনেক সময় তৈরি করা হয়ফেইক প্রোফাইল ব্যবহার করে আনেক সময় অন্যের আইডি হ্যাক করার চেষ্টা হয়এছাড়া কিছু  অসুস্থ মানসিকতার মানুষ আছে যারা ফেইক আইডি কেন বানায় তা নিজেরাও জানে না! এই গোত্রের ফেইক আইডিধারীর সংখ্যা বেশী

  • প্রোফাইল পিকচার : ফেসবুকের ভুয়া প্রোফাইল সনাক্ত করার একটি কার্যকরী উপায় হলো প্রোফাইল পিকচার গুলো ভালো ভাবে দেখাঅধিকাংশ ফেক প্রোফাইলের ছবিতেই খুব সুন্দরী নারী অথবা হ্যান্ডসাম পুরুষের ছবি দেয়া থাকেকখনো কখনো বারাক ওবামা, ওসামা বিন লাদেন, নায়ক, নায়িকা সহ নামী দামী সেলিব্রেটিদের ছবি দেয়া থাকেতবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই ছবির মান খুবই খারাপ থাকেখুব বেশি প্রোফাইল ফটোও থাকে না এই ধরনের প্রোফাইলেহাতে গোনা ১০/১২টা ছবির বেশি থাকে না প্রোফাইল পিকচার এ্যালবামেএক্ষেত্রে ছবিটি গুগল ইমেজে সার্চ দিয়ে দেখতে পারেন ছবিটি আরো কোথাও পাওয়া যায় কিনাঅধিকাংশ ক্ষেত্রেই গুগল ইমেজে সার্চ দিলে দেখা যায় পাকিস্থানি কিংবা তামিল নায়ক নায়িকাদের ছবি দিয়ে প্রোফাইল পিকচার বানানো হয়েছে
  • ছবির এ্যালবাম : ফেসবুকের ফেইক প্রোফাইলে ছবির এ্যালবাম থাকে না সাধারণতএকটি আসল প্রোফাইলে বিভিন্ন অনুষ্ঠাম, উপলক্ষ্যের ছবির এ্যালবাম থাকে যেগুলো ফেইক প্রোফাইলের ক্ষেত্রে থাকে নাএ্যালবাম থাকলেও নিজের ছবির বদলে ফুল, পাখি, প্রাকৃতিক দৃশ্যের ছবি দিয়ে এ্যালবাম বানিয়ে রাখে ফেক প্রোফাইলধারীরাএকটি ছবি অনেক সময় আবার ফটোশপে এডিট করে বিভিন্ন ভঙ্গিমায় দেখানো হয়পাকিস্থানী স্কুল ছাত্রীদের ছবি ব্যবহার হয় বেশী এক্ষেত্রে
  • বন্ধুদের সাথে কমেন্ট আদান প্রদান : আসল ফেসবুক প্রোফাইলে স্বাভাবিক ভাবেই স্ট্যাটাস ও ছবিতে বন্ধুদের সাথে প্রচুর কমেন্ট আদান প্রদান করা হয়কিন্তু নকল ফেসবুক প্রোফাইলে এধরনের কমেন্টের আদান প্রদান ও কথোপকথন থাকে নানকল প্রোফাইলের ছবির নিচে কিংবা স্ট্যাটাসে কমেন্ট থাকলেও তা শুধু প্রশংসা বাক্যই থাকেঅন্য কোনো ধরনের বাক্যালাপ লক্ষ্য করা যায় না নকল প্রোফাইলেপ্রোফাইলধারী সাধারনত কমেন্টের কোন উত্তর দেয় না
  • ফ্রেন্ড লিস্ট : ফেসবুকের ভুয়া প্রোফাইল সনাক্ত করতে চাইতে ফ্রেন্ড লিস্ট দেখুনফ্রেন্ড লিস্টে যদি অধিকাংশ মানুষই বিপরীত লিঙ্গের হয় তাহলে বুঝে নিন সেটা ফেইক প্রোফাইলকারণ একটি আসল প্রোফাইলে নিজের লিঙ্গ এবং বিপরীত লিঙ্গের বন্ধু মধ্যে একটি সামঞ্জস্য থাকেআইডি ওপেন করেছে কিছুদিন হল কিন্তু ফ্রেন্ডের সংখ্য কয়েক হাজার তবে তাকে আপনার ব্ল্যাক তালিকায় রাখার চিন্তা করতে পারেন
  • বেসিক ইনফো : নকল প্রোফাইলে অধিকাংশ সময়েই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চাকরীর তথ্য পাওয়া যায় নামাঝে মাঝে এমন সব স্কুল কলেজের নাম দেয়া থাকে যেগুলোর কোনো অস্তিত্বই নেইআবার অনেক সময় অনেক ভালো স্কুল কলেজের নাম দেয়া থাকে কিন্তু কোনো ব্যাচমেটকে ট্যাগ করা থাকে না সেখানেএমনকি কোন ব্যাচ ছিলো সেটাও লেখা থাকে না সেখানেএমনো দেখা গেছে মেয়ের ছবি, মেয়ের নামে প্রোফাইল কিন্ত কলেজ লেখা নটরডেম বা ঢাকা কলেজ জেগুল  সম্পূর্ণ ছেলেদের কলেজযদি দেখেন জন্ম তারিখ ১-১ অথবা ১-১২ এ জাতীয় তবে তাকে সন্দেহের তালিকায় রাখতে পারেন
  • স্প্যামিং স্ট্যাটাস : এই ফেইক প্রোফাইলধারীরা সাধারনত কোন ওয়েব সাইট বা ফেসবুক ফ্যান পেইজের লিংক দিয়ে সেখানে সবাইকে জয়েন করতে বলেঅনেকে প্রায়ই স্ট্যাটাস দেয় কিছুই ভাল লাগছে নাকি করি বন্ধুরাএ জাতীয়
  • লাইক পেজ : সে কোন কোন পেইজ লাইক করেছে দেখবেনফেইক প্রোফাইলধারীরা সাধারনত অশ্লীল ও বাজে পেইজ তার লাইক তালিকায় রাখেএকই সঙ্গে দেখবেন তাদের লাইক তালিকায় ধর্মীয় পেইজ
তবে এই প্রক্রিয়ায় শতভাগ ফেইক আইডি সবসময় সনাক্ত করা না গেলেও, এই পদ্ধতি অনেকটাই আপনার উপকার আসবেতবে আপনি যদি আপনার সুক্ষ বুদ্ধিমত্তা কাজে লাগান তাহলে আপনি ফেইক আইডি পুরোপুরি চিনতে পারবেন চোখ কান খোলা রেখে ফেসবুক ব্যবহার করুননা হলে কখন কোন প্রতারকের জালে আটকা পড়ে আপনার জীবন নষ্ট হয়ে যাবে লেটেস্টবিডিনিউজ.কম/এইচএ