বিশ্বের সবচেয়ে ঘনবসতি পূর্ণ দেশ হিসেবে মোনাকোকে আমরা চিনি। অনেক সময় সাধারণ জ্ঞানেও এটা পড়েছি। কিন্তু পড়া বা জানা হয়নি দেশটির আরোও একটি পরিচয়। নতুন পরিচয়টি হলো দেশটির প্রতি তিনজন মানুষের একজন কোটিপতি।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক একটি স্পিয়ার্স নামক একটি আর্থিক ম্যাগাজিনের জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জরিপটিতে মোট জনসংখ্যার কত শতাংশ কোটিপতি তার ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেছে। সেখানে নগর রাষ্ট্র মোনাকো সবার ওপরে রয়েছে।
সেখানে দেখা যায়, মোনাকোর ২৯ দশমিক ২১ শতাংশ মানুষ কোটিপতি। মোনাকোর পরে রয়েছে জুরিখ ( ২৭ দশমিক ৩৪ শতাংশ মানুষ কোটিপতি) তৃতীয় অবস্থানে রয়েছে জেনেভা (১৭ দশমিক ৯২ শতাংশ মানুষ কোটিপতি)। যুক্তরাষ্ট্রের বন্দরনগরী নিউইয়র্ক রয়েছে চতুর্থ অবস্থানে।
সমীক্ষাটির প্রস্তুতকারকরা জানান, মোনাকোতে ট্যাক্স ফ্রি থাকার কারণেই প্রায় প্রত্যেকটি নাগরিক মোটা অঙ্কের অর্থ জমানোর সুযোগ পান।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক একটি স্পিয়ার্স নামক একটি আর্থিক ম্যাগাজিনের জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জরিপটিতে মোট জনসংখ্যার কত শতাংশ কোটিপতি তার ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেছে। সেখানে নগর রাষ্ট্র মোনাকো সবার ওপরে রয়েছে।
সেখানে দেখা যায়, মোনাকোর ২৯ দশমিক ২১ শতাংশ মানুষ কোটিপতি। মোনাকোর পরে রয়েছে জুরিখ ( ২৭ দশমিক ৩৪ শতাংশ মানুষ কোটিপতি) তৃতীয় অবস্থানে রয়েছে জেনেভা (১৭ দশমিক ৯২ শতাংশ মানুষ কোটিপতি)। যুক্তরাষ্ট্রের বন্দরনগরী নিউইয়র্ক রয়েছে চতুর্থ অবস্থানে।
সমীক্ষাটির প্রস্তুতকারকরা জানান, মোনাকোতে ট্যাক্স ফ্রি থাকার কারণেই প্রায় প্রত্যেকটি নাগরিক মোটা অঙ্কের অর্থ জমানোর সুযোগ পান।