Thursday, June 11, 2015

সবচেয়ে পাতলা ট্যাব আনলো ডেল


 ঢাকা: যু্ক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল সম্প্রতি ভারতের বাজারে নতুন একটি ট্যাবলেট কম্পিউটার ছেড়েছে। এটির মডেল ভেন্যু ৮৭০০। ডেল দাবী করছে এটিই পৃথিবীর সবচেয়ে পাতলা ট্যাবলেট। এটির আয়তন ৬.১ মিলিমিটার।
এতে আছে ৮.৪ ইঞ্চির ওএলইডি ইনফিনিটি এজ টু এজ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৬৫০ পিক্সেল। ট্যাবটিতে ২.৩ গিগাহার্টজ কোয়াড কোর ইন্টেল অ্যাটম জেড৩৫০০ প্রসেসর এবং ২ জিবি র‌্যাম আছে।
ট্যাবটি অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত। এটি ৫.০ ললিপপে আপগ্রেড করে নেয়া যাবে।
এতে ১৬ বিল্টইন মেমোরি আছে। মাইক্রোএসডি মেমোরি পরবর্তীতে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবটির সঙ্গে ডেল দিচ্ছে ২০ জিবি ফ্রি ড্রপবক্স ক্লাউড স্পেস।
ট্যাবটিতে ৩ টি ক্যামেরা রয়েছে। ক্যামেরাগুলো ইন্টেলের তৈরি। এতে ইন্টেল রিয়েল সেন্স স্ন্যাপশপ ডেপথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ক্যামেরায় ঝকঝকে ছবি পাওয়া সম্ভব।
ভেন্যু ৮৭০০ ট্যাবে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রোইউএসবি ২.০ কানেকটিভিটি। ডেল দাবী করছে ট্যাবটি একবার সম্পূর্ণ চার্জ দিলে প্রায় ১০ ঘণ্টা সচল থাকে।
ভারতের বাজারে এটির মূল্য ৩৪ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি এটায় মূল্য দাঁড়াবে ৪২ হাজার ৫৫৮ টাকা।